নিউটনের সময়ে একবার প্লেগ রোগ মহামারী আকারে দেখা যায় , তখন নিউটনকে দীর্ঘ্ দিন বাসা থেকে কাজ করতে হয় মানে কোয়ারেন্টাইন এ থাকতে হয় । দীর্ঘ্ দিন বাসায় বসে কাজ করে উনি যে জিনিসটি আবিষ্কার করেন তা হচ্ছে আজকের ক্যালকুলাস। তাই আজকের এই লেখাটি মহামারী ও এই সময়ে কিভাবে নিজেকে প্রোডাক্টিভ রাখবেন তা নিয়ে।

কোর্সটি করতে এখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ বাড়ছে , এজন্য বিশ্বের প্রায় সব দেশ লক -ডাউন এ চলে যাচ্ছে , বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। এই রোগ সংক্রমণ রোধ এর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ঘরে থাকা তার মানে কোয়ারেন্টাইন কিন্তু দীর্ঘদিন ঘরে থেকে আমাদের ঘরে থাকার অভ্যাস না থাকার কারণে আমরা সবাই বিরক্ত হচ্ছি।

কিন্তু এই কোয়ারেন্টাইন সময়টাকে আমরা চাইলে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি। চলুন দেখে নেই আমরা কি কি করতে পারি।

ঘরের কাজে সাহায্য করা :

এ সময় প্রায় সবাই গৃহকর্মী কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে , তাই এ সময় আপনি চাইলে ঘরের কাজে সবাইকে সাহায্য করতে পারেন। এতদিন ধরে সময়ের অভাবে ঘরের যে কাজগুলো করতে পারছিলেন না সেগুলো সহজেই সেরে নিতে পারেন। এতে আপনার সময় ও কাটবে অন্যদের ও কিছু সাহায্য হবে।

স্কিল ডেভেলাপ এর জন্য অনলাইন কোর্স :

নতুন কিছু শিখাটা সব সময় খুব আনন্দের , এই সময়ে যদি নিজেকে নতুন কিছু স্কিল এর সাথে পরিচিত করে নিতে পারেন তাহলে ক্যারিয়ারে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবেন। আপনি চাইলে ইউটিউব থেকে ও শিখতে পারেন। যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে এই চ্যানেল টি দেখতে পারেন। লিংক : BSOCIALTODAY

AliExpress.com Product – MEGIR 2020 Blue Sport Watches for Men Top Brand Luxury Chronograph Man Watch Military Quartz Clocks Luminous Relogio Masculino

নিজের একটি ব্লগ শুরু করতে পারেন :

প্রতিটি মানুষেরই নিজের কিছু ভিন্ন দক্ষতা থাকে , সেগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারেন ব্লগ এর মাধ্যমে , কিভাবে ব্লগ শুরু করবেন ?? এখন আসলে খুব সহজে ২\১ দিন চেষ্টা করেই সেটা শুরু করতে পারেন। প্রথমে আপনার পছন্দের নাম ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে। তারপর ওয়েবসাইট সেট আপ করে নিতে হবে। আর লিখা লেখি করলে আপনার লিখার অভ্যাস টাও তৈরী হবে।

শখের অভ্যাসটি একটু প্রাকটিস করে নিতে পারেন :

অনেকে খুব ভালো গিটার বাজাতে পারেন কিন্তু সময়ের অভাবে হয়তো সেটি আর বাজানো হয়না কিন্তু এই ফ্রি সময়ে ঘরে বসে প্রাকটিস করে নিতে পারেন।

ফ্যামিলি টাইম স্পেন্ড করুন :

আসলে যান্ত্রিক জীবনে ইচ্ছা থাকলেও পরিবারকে সময় দেয়া হয়না , তাই বন্ধের এই কোয়ারেন্টাইন সময়টাকে নিজের ছেলে মেয়ে এবং পুরো পরিবারের সঙ্গে কাটাতে পারেন। পরিবারের ছোট খাটো পরিকল্পনা গুলো করে নিতে পারেন।

আকর্ষণীয় এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন

ফ্রীলান্সিং কাজের দক্ষতা অর্জন করতে পারেন :

ফ্রীলান্সিং বিষয়টি এখন খুব জনপ্রিয় , আপনি আপনার পছন্দের কাজটি করে খুব সহজেই ফাইবার কিংবা আপ ওয়ার্ক থেকে কাজটি করে চাকরি কিংবা ব্যবসার বাইরে বাড়তি ইনকামের পথ তৈরী করতে পারেন। মনে করেন আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন তাহলে আপনি কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং দুনিয়ায় কাজ করতে পারেন। আর পেওনিয়ার কার্ডের মাঘ্যমে এই টাকা খুব সহজে আপনার একাউন্ট এ জমা করতে পারেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেসব কাজগুলো দিয়ে সব চাইতে বেশি আয় করা সম্ভব !

পছন্দের বই গুলো পড়তে পারেন :

যারা আছেন বই এর পোকা এই সময়টা পুরা বই এর মধ্যে ডুবে যেতে পারেন। সেগুলোর শিক্ষণীয় বিষয় গুলো আবার সবার মধ্যে শেয়ার করতে পারেন।

কোয়ারেন্টাইন সময়ে ভার্চুয়াল ট্যুর

ভার্চুয়াল দুনিয়ায় কেউ আসলে আর দূরে নয় , এই ছুটির দিনে আপনার দূরবর্তী বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। এতে করে আপনার সম্পর্কের উন্নতি হবে। বন্ধুরা মিলে ভার্চুয়াল আড্ডা দিতে পারেন।

নিয়মিত শরীর চর্চা :

সময়ের অভাবে আমাদের নিজের শরীরের যত্ন নেয়া হয়না। এই সময় টাতে নিয়ম করে প্রতিদিন ব্যায়াম করতে পারেন , শরীর চর্চায় শরীর ও মন দুটাই ভালো থাকবে।

মুভি দেখা :

অনেক দিন ধরে হয়তো মুভি দেখা কিংবা পছন্দের সিরিয়াল গুলো মিস করে ফেলছেন তাই এই সময়ে এগুলো দেখে ফেলতে পারেন। চাইলে বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট ও দেখতে পারেন।

টানা লম্বা সময় ঘরে থাকা আসলেই কঠিন তাই এই সময়টাকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার আর বোরিং সময় কাটবেনা , পাশা পাশি ছুটির পর অফিস এ গিয়ে আপনি এই প্রোডাক্টিভ বিষয় গুলো নতুন কাজের উদ্দীপনা যোগাবে।

লেখক পরিচিতিঃ

Md.Arifur Rahman

Arifur Rahman, Digital Marketing Expert , SEO Expert , Digital Marketing Trainer, PPC Expert ,Social Media Specialist,Consultant, কোয়ারেন্টাইন

Digital Marketing Expert | SEO Expert | Digital Marketing Trainer |
PPC Expert | Social Media Specialist | Consultant

Sharing Is Caring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top