নতুন ফ্রীলান্সারদের সুবিধার জন্য ফ্রীল্যান্সিং নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব গুলো আপনারা দেখেছে নিশ্চই। আগের পর্বগুলোতে গুলোতে আমরা বিভিন্ন ধরণের ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করেছি।  তারই ধারাবাহিনীকতায় আজকেও আমরা আরো কিছু ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করবো।

কোর্সটি করতে এখানে ক্লিক করুন

আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়  হলো Hubstaff Talent .

চলুন আর দেরি না করে মূল আলোচনায় আসি।

Hubstaff Talent :

আমাদের অডিয়েন্সদের মধ্যে কেউ যদি অনলাইন জগতে পার্ট টাইম জবের খুঁজে করে থাকেন তাহলে Hubstaff Talent সাইটটি আপনাকে অনেক হেল্পকরবে।   Hubstaff Talent হচ্ছে পার্ট টাইম জব সার্চারদের জন্য খুবই উপযুক্ত একটি মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে আপনি  আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন ধরণের সার্ভিসে সেল করতে পারবেন।  যার বিনিময়ে একটি ভালো এমাউন্ট ও ইনকাম করে নিতে পারবেন। 

Hubstaff Talent মার্কেটপ্লেসে মূলত ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং এবং সেলস, গ্রাফিক্স ডিজাইন , আর্টিকেল রাইটিং এইসব বিষয়ের উপর বেশি সার্ভিস সেল করা হয়। Hubstaff Talent এ সার্ভিস দেয়ার ফলে আপনার ইনকাম করা অর্থ আপনি ব্যাংক, Paypal এবং পেনিওর এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।  বর্তমানে বিশ্বজুড়ে চলমান পেন্ডেমিক অবস্থায় সবাই তাদের ইনকাম সোর্স বাড়াতে চাচ্ছেন যার জন্য Hubstaff Talent মার্কেটপ্লেসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

SolidGigs:

আপনি যদি Hubstaff Talent মার্কেটপ্লেস নিয়ে আগ্রহী  হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের পর্বে আমরা Hubstaff Talent মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করবো।

SolidGigs এর নাম কি আপনারা শুনেছে? SolidGigs এখনো আমাদের দেশে খুব একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নি।  তবে ইন্ডিয়া এবং পাকিস্তান বা অন্যান্য দেশে SolidGigs এর অনেক ডিমান্ড রয়েছে।  তার একমাত্র কারণ হলো এর কোয়ালিটিফুল ক্লাইন্ট এবং ফ্রীলান্সারদের জন্য।  SolidGigs মূলত একটি ডিজাইন বেসিস একটি সাইট। অর্থাৎ এই সাইটে আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন রিলেটেড অনেক কাজ খুঁজে পাবেন।

তবে SolidGigs এর একটি মূল সমস্যা হলো এই মার্কেটপ্লেসটি ফ্রীতে ব্যবহার করার জন্য নয়।  অন্যান মার্কেটপ্লেস আপনি যেমন কাজ করার পর পেমেন্ট এর একটি অংশ আপনার থেকে কেটে নেয় এই মার্কেটপ্লেসে এমনটা  নয়।  SolidGigs এ আপনি একাউন্ট করতে চাইলে আপনাকে অবশ্যই প্রথমে পেমেন্ট করে একাউন্ট ক্রিয়েট  করতে হবে। তাই SolidGigs ক্লাইন্ট এবং ফ্রীল্যান্সারদের কোয়ালিটি  এনসিউর  করতে পারে। যার ফলে SolidGigs ক্লাইন্টরা কোয়ালিটিফুল সার্ভিস পায় এবং ফ্রীল্যান্সাররা ও ভালো এমাউন্ট ইনকাম করতে পারে। আপনি পেপাল এবং পেনিওর এর মাধ্যমে এই মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন। 

রিলেটেড আর্টিকেল :

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি?

Freelancer.com নিয়ে আলোচনা

LinkedIn একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

Sharing Is Caring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top